বিগষ্টোর ডটকম ডটবিডি সম্পর্কে
আমরা জানি বর্তমান ব্যস্ত শহরের জীবনে এমন অনেকে আছেন যাদের সারাদিন কর্মক্লান্তির পর আর বাজার করার ধৈর্য বা সময় কোনটিই থাকেনা। আবার অন্যদিকে যারা নিয়মিত বাজারে যেয়ে নিজ হাতে বাজার করে থাকেন তারা ক্রয়কৃত পণ্যের মান যাচাইয়ে গলদঘর্ম হয়ে উঠেন। ভেজালের ভিড়ে খাঁটি পণ্যটি ক্রয় করা যেন এক দুঃসাধ্য কাজ হয়ে দাড়িয়েছে। কষ্টে উপার্জিত টাকায় ভেজাল পণ্য কিনে প্রতারিত হওয়া এখন নিত্যনৈমত্তিক ঘটনা। এক্ষেত্রে বিগষ্টোর হতে পারে আপনার জন্য স্বস্তির ঠিকানা।
আধুনিক ও নিরাপদ এক অনলাইন বাজার ব্যবস্থার নাম বিগষ্টোর (Bigstore.com.bd)
বিগষ্টোরের মূল উদ্দেশ্য হলো বিক্রেতা/উৎপাদককে ভোক্তার কাছে পৌছে দেওয়া যাতে করে উৎপাদক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতে পারে এবং ভোক্তা বাজার মূল্যে ঝামেলাবিহীন হোম-ডেলিভারী সার্ভিস এর মাধ্যমে পণ্য ক্রয় করতে পারে। এই লক্ষ্য বাস্তবায়নে ২০১৯ ইং সনে কয়েকজন প্ররিশ্রমী এবং সাহসী উদ্যোক্তার সমন্বয়ে গঠিত হয় অনলাইন বাজার ব্যবস্থা বিগষ্টোর ডটকম ডটবিডি
আমাদের ভিশনঃ
ভোক্তা অধিকার সংরক্ষণে ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং কৃষক ও উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
আমাদের মিশনঃ
আধুনিক ও স্বস্তিদায়ক হোম ডেলিভারী সার্ভিস প্রদান এবং প্রতিযোগীতামূলক বাজার মূল্যে মানসম্পন্ন পণ্য ভোক্তার হাতে তুলে দেওয়া।
আমাদের মূল্যবোধঃ
বিশুদ্ধতা- আমরা আমাদের সকল ব্যবসায়িক কার্যক্রম/লেনদেন এর ক্ষেত্রে সততা, স্বচ্ছতা এবং নৈতিকতা অবলম্বন করে থাকি।
প্রতিশ্রুতি- আমরা বাজারের সেরা পণ্যটি সংগ্রহ করে তা ভোক্তার নিকট পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।
ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থা- আমরা প্রকৃত ভোক্তা এবং উৎপাদকের মধ্যে ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠাকরণে সংকল্পবদ্ধ।
মনোহরী অভিজ্ঞতা- আমরা সময়োপযগী আধুনিক এবং ভোক্তাবান্ধব হোম-ডেলিভারী সার্ভিস প্রদানের মাধ্যমে ভোক্তা সাধারণের হৃদয় জয় করতে সচেষ্ট ।
প্রক্রিয়া- আমরা বিশ্বাস, আস্থা ও দলবদ্ধভাবে কর্মসম্পাদনে উদ্বুদ্ধ ।
প্রসার- আমরা প্রতিটি পদক্ষেপে শিক্ষাগ্রহণের চেষ্টা করি এবং সেই আলোকে নতুন পন্থা উদ্ভাবনে সচেষ্ট থাকি ।
আমাদের সেবাঃ
আমরা নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল কিছুই নিয়ে এসেছি আপনার দরজায়। এখন থেকে আপনার নিত্যদিনের বাজার হবে খুব দ্রুত এবং সহজ। ঘরে বসে মোবাইল অথবা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবেন। স্বল্প সময়ের মধ্যে আপনার কাঙ্খিত পণ্যটি আপনার ঠিকানায় পৌছে যাবে ইনশা-আল্লাহ। শাক-সবজি, মাছ-গোশত, মুদিখানা, বাথরুম সামগ্রী, প্রসাধনী, বেবী আইটেম, বেকারী, উপহার সামগ্রীসহ নানা ধরনের ক্যাটগরীতে সাজানো হয়েছে বিগষ্টোর নামক আমাদের এই অনলাইন বাজার ব্যবস্থা Bigstore.com.bd। যেখান থেকে খুব সহজেই আপনার দরকারী পণ্যটি ক্রয় করতে পারবেন।
পণ্যের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে বিগষ্টোর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকে। বিগষ্টোরে কোন অবস্থাতেই নকল / ভেজাল পণ্য প্রদর্শন এবং বিক্রী করা হয় না। বিগষ্টোর পণ্য যাচাইয়ের ক্ষেত্রে বি.এস.টি.আই এবং অন্যান্য যেসকল প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রদত্ত অনুমোদন/সার্টিফিকেট অনুসরণ করে থাকে। মোটকথা হলো ভেজালমুক্ত খাঁটি পণ্য বিক্রী করতে আমরা বদ্ধ পরিকর।
তাই এখন থেকে বিগষ্টোর হোক আপনার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত বাজার যা আপনার প্রতিদিনের সকল প্রয়োজন মেটাতে সর্বদা সচেষ্ট । আপনার যেকোন সুচিন্তিত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
বিগষ্টোর এর সাথেই থাকুন। ধন্যবাদ।
WE ACCEPT |
![]() |
![]() |
© 2019-2023 Bigstore.com.bd | All Rights Reserved
Powered By: VARSOFT.INFO