আমি রেগুলার বিগস্টোর থেকে জামতলার সাদেক গোল্লা ক্রয় করে থাকি। প্রতিবারই অরিজিনাল মিষ্টি পেয়েছি এবং সার্ভিসও ভালো ছিল। ধন্যবাদ বিগস্টোর ডটকম ডটবিডি।
... Ajom Vai Muslim Bekary, Proprietor, Muslim Bakery
২০২০ সালে করোনা বা কোভিড-১৯ ভাইরাসের কারণে আমরা যখন কোয়ারানটাইনে বন্দি তখন বিগস্টোরের ডেলিভারী টিম জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হোম ডেলিভারী সার্ভিসের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাড়িতে পৌছে দিয়েছে যার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। এই প্রতিষ্ঠানটি কালীগঞ্জ উপজেলা শহরবাসীর জন্য আশির্বাদ স্বরুপ। বিগস্টোরের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং প্রসার ঘটুক এই কামনা ও দোয়া করি।
... Ruma kabir, House Wife
মোবাইলের ব্যবহার কমিয়ে জীবন ফিরে পাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের প্রথম ওয়্যারলেস ফোন আবিষ্কারক মার্কিন প্রকৌশলী মার্টিন কুপার। লোকজন ... বিস্তারিত
কম্পিউটারে বাংলা প্রচলনের পথিকৃৎ শহীদলিপির নির্মাতা প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কে স্থানীয় ... বিস্তারিত
![]() |
আমি রেগুলার বিগস্টোর থেকে জামতলার সাদেক গোল্লা ক্রয় করে থাকি। প্রতিবারই অরিজিনাল মিষ্টি পেয়েছি এবং সার্ভিসও ভালো ছিল। ধন্যবাদ বিগস্টোর ডটকম ডটবিডি। ... Ajom Vai Muslim Bekary, Proprietor, Muslim Bakery |
![]() |
সমসাময়িক সময়ে কর্মজীবী মানুষসহ প্রায় সকল শ্রেণির মানুষের ব্যস্ততা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ব্যস্ততার এই সময়ে বিগস্টোর ডটকম ডটবিডি নিত্য-প্রয়োজনীয় সকল দ্রব্যাদি ডোর টু ডোর ডেলিভারী সেবা প্রদান করে মানুষের সময় ও অর্থ দুটোই বাঁচিয়ে দিচ্ছে। এটা সত্যি প্রশংসার দাবি রাখে। ... Md. Abdur Razzak, Principal, Mohilla College, Kaliganj. |
![]() |
২০২০ সালে করোনা বা কোভিড-১৯ ভাইরাসের কারণে আমরা যখন কোয়ারানটাইনে বন্দি তখন বিগস্টোরের ডেলিভারী টিম জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হোম ডেলিভারী সার্ভিসের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাড়িতে পৌছে দিয়েছে যার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। এই প্রতিষ্ঠানটি কালীগঞ্জ উপজেলা শহরবাসীর জন্য আশির্বাদ স্বরুপ। বিগস্টোরের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং প্রসার ঘটুক এই কামনা ও দোয়া করি। ... Ruma kabir, House Wife |
![]() |
বিগস্টোর ডটকম ডটবিডির সূচনা লগ্ন থেকেই আমি বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে আসছি। তারমধ্যে দৈনন্দিন মুদিখানা এবং কাঁচা বাজার অন্যতম। যখনই কোন জরুরী দ্রব্যাদি অর্ডার করেছি বিগস্টোরের ডেলিভারী টিম সাধ্যানুযায়ী যথাসময়ে পণ্যগুলো আমার বাসায় পৌছে দিয়েছে। পণ্যগুলোর গুণগত মানও যথেষ্ট ভালো ছিল। এজন্য বিগস্টোরের ডেলিভারী টিমসহ সকলকে অনেক ধন্যবাদ। আশা রাখি আগামীর দিনগুলোতে বিগস্টোর তাদের সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের মন জয় করার মধ্য দিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে। ... Mst. Fatematujjohora Rima, House Wife |
![]() |
Excellent Service! Best of luck!! ... Moniruzzaman, Service Holder |
![]() |
সবাই যখন বড় শহরমুখী বিগস্টোর ডটকম ডটবিডি তখন উপজেলা পর্যায়ের ছোট একটি মফস্বল শহরে হোম ডেলিভারী সেবা প্রদান করছে এটা সত্যি অবাক করার বিষয়। আমি সাধারণত বিগস্টোর থেকে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে থাকি। এক্ষেত্রে আমি দেখেছি বিগস্টোর শুধু লাভের চিন্তা না করে গ্রাহক বান্ধব সেবা প্রদানে সচেষ্ট থাকে। ... Moklesur Rahman, Lecturer, Mohila College, Kaliganj. |
নাম্বার ওয়ান অনলাইন বাজার Bigstore.com.bd নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল কিছুই নিয়ে এসেছে আপনার দরজায়। এখন থেকে বাজার হবে দ্রুত এবং সহজ। ঘরে বসেই মোবাইল অথবা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করুন। সর্বোচ্চ ৭ কর্মদিবস এর মধ্যে আপনার কাঙ্খিত পণ্যটি আপনার ঠিকানায় পৌছে যাবে ইনশা-আল্লাহ। মুদিখানা, বাথরুম সামগ্রী, প্রসাধনী, বেবী আইটেম, বেকারী, উপহার সামগ্রীসহ নানা ধরনের ক্যাটগরীতে সাজানো হয়েছে বিগষ্টোর অনলাইন বাজার। যেখান থেকে খুব সহজেই আপনার দরকারী পণ্যটি ক্রয় করতে পারবেন। এছাড়াও ৯৯ কর্ণার-এ রয়েছে সাধ্যের মধ্যে আকর্ষণীয় দারুন সব পণ্য যা আপনাকে সাশ্রয়ী বাজারের অভিজ্ঞতা দিবে বলে আশা রাখছি।
বিগষ্টোরের মূল উদ্দেশ্য হলো উৎপাদককে ভোক্তার কাছে পৌছে দেওয়া যাতে করে উৎপাদক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতে পারে এবং ভোক্তা স্বল্প মূল্যে ঝামেলাবিহীন হোম ডেলিভারী সার্ভিস এর মাধ্যমে পণ্য ক্রয় করতে পারে।
পণ্যের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে বিগষ্টোর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকে। বিগষ্টোরে কোন অবস্থাতেই নকল / ভেজাল পণ্য প্রদর্শন এবং বিক্রী করা হয় না। বিগষ্টোর পণ্য যাচাইয়ের ক্ষেত্রে বি.এস.টি.আই এবং অন্যান্য যেসকল প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রদত্ত অনুমোদন/সার্টিফিকেট অনুসরণ করে থাকে। মোটকথা হলো ভেজালমুক্ত খাঁটি পণ্য বিক্রী করতে আমরা বদ্ধ পরিকর।
ক্রেতা সাধারণের সুবিধার্থে মোবাইল এবং ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার গ্রহণের ব্যবস্থা রয়েছে। মোবাইলে অর্ডার করার জন্য +8801759566665 এই নম্বরে কল করতে হবে এবং অনলাইনে অর্ডারের জন্য Bigstore.com.bd এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
পেমেন্ট করার জন্যও রয়েছে দুটি সহজ পদ্ধতি। ক্রেতা চাইলে তার বিকাশ এ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন অথবা ক্যাশ-অন-ডেলিভারী অর্থাৎ পণ্য ডেলিভারীর সময় সরাসরি ডেলিভারী প্রতিনিধির কাছেও নগদ পেমেন্ট করতে পারবেন।
আমরা জানি বর্তমান ব্যস্ত শহরের জীবনে এমন অনেকে আছেন যাদের সারাদিন কর্মক্লান্তির পর আর বাজার করার ধৈর্য বা সময় কোনটিই থাকেনা। আবার অন্যদিকে যারা নিয়মিত বাজারে যেয়ে নিজ হাতে বাজার করে থাকেন তারা ক্রয়কৃত পণ্যের মান যাচাইয়ে গলদঘর্ম হয়ে উঠেন। ভেজালের ভিড়ে খাঁটি পণ্যটি ক্রয় করা যেন এক দুঃসাধ্য কাজ হয়ে দাড়িয়েছে। কষ্টে উপার্জিত টাকায় ভেজাল পণ্য কিনে প্রতারিত হওয়া এখন নিত্যনৈমত্তিক ঘটনা। এক্ষেত্রে বিগষ্টোর হতে পারে আপনার জন্য স্বস্তির ঠিকানা। অবশ্যই ভেজালমুক্ত খাঁটি পণ্যটিই আপনার হাতে তুলে দেওয়া হবে। পণ্যের মান নিয়ে আপনার অসন্তুষ্টি থাকলে বিগষ্টোর সাথে সাথে পণ্য পরিবর্তন অথবা ফেরত নেওয়ার ব্যবস্থা করবে এবং সম্পূর্ণ মূল্য আপনাকে ফেরত দেওয়া হবে।
তাই আর দেরী না করে আজই অর্ডার করুন এবং ঝামেলাবিহীন বাজারের অভিজ্ঞতা অর্জন করুন। আপনার যেকোন সুচিন্তিত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
বিগষ্টোর এর সাথেই থাকুন। ধন্যবাদ।
WE ACCEPT |
![]() |
![]() |
© 2019-2023 Bigstore.com.bd | All Rights Reserved
Powered By: VARSOFT.INFO